রাতের আঁধারে অবৈধভাবে ভারতের মেঘালয়ে অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।শুক্রবার (১১ মার্চ) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেষা পানিহাতা ও হালুয়াঘাট উপজেলার বানাইচিরিঙ্গিপাড়া এলাকা দিয়ে ভারতের মেঘালয়ের চেরেংপাড়া এলাকায় অনুপ্রবেশের পর এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী মায়াঘাসি গ্রামের হযরত আলীর ছেলে রুবেল। অপর দু'জন পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে বোরহান ও বানাই চিরিঙ্গি পাড়া গ্রামের লতিফের ছেলে আমিনুল। এদের সবার বয়স ত্রিশের নিচে।
একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ দুই দেশের একটি চক্র ওই সীমান্ত দিয়ে গরু আদান প্রদান করে থাকে। এর ধারাবাহিকতায় শুক্রবার ভোরে ওই তিন যুবক গরু আনতে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে অবৈধ ভাবে ভারতের মেঘালয়ে গিয়েছিল। এর আগের দিন বৃহস্পতিবার দিবাগত রাতে কজনের একটি চক্র ভারতে ঢুকে গরু আনে। বৃহস্পতিবার ভোরে চোরাই গরু আনার সময় নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশ দুজনকে আটক করতে সমর্থ হয় তবে আরও অন্তত তিনজন পালিয়ে যায়। আটকৃতদের গ্রেফতার দেখিয়ে মামলায় দিয়ে আদালতে পাঠিয়েছে নালিতাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো হালুয়াঘাট উপজেলার জামগড়া গ্রামের খলিলুর রহমান (৪২) ও জয়নাল আবেদীন(৪০)। সূত্র জানায় আটকৃত দৃই যুবককে স্থানীয় তুরা জেলার তেলিখালি থানায় সোপর্দ করেছে বিএসএফ।
নাকূগাও হাতিপাগা সীমান্তের বিজিবির সুবেদার হেলাল উদ্দিন বলেন, আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তিন যুবকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিএসএফ। আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। নালিতাবড়ী থানা পুলিশ সার্কেলের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল