কক্সবাজারের টেকনাফের আলীখালী এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র্যাব-১৫ সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। শুক্রবার (১১ মার্চ) বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঐ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আরমান (১৯) হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালী এলাকার মো. আইয়ুবের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সি. সহকারী পরিচালক (ল'এন্ড মিডিয়া) অতি. পুলিশ সুপার মো. বিল্লাহ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল