শরীয়তপুরে প্রত্যন্ত চরে জেলে সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা পুলিশ সুপার মতবিনিময় করেছেন।
শুক্রবার শরীয়তপুর জেলার সখিপুরের কাচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকার চরে বসবাসরত জেলে সম্প্রদায়সহ বিভিন্ন পেশার মানুষের জীবনযাপন, বিট পুলিশিং এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
পুলিশ সুপার চর এলাকায় বসবাসরত মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এবং আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল