জামালপুরের মেলান্দহ উপজেলায় চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত তামিম আহাম্মেদ স্বপনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১৪। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে শহরের বেলটিয়ায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত তামিমকে গ্রেফতারের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের কোম্পনি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, স্কুলছাত্রী আশামনি (১৬) আত্মহত্যার পর অভিযুক্ত তামিম আহম্মেদ স্বপন আত্মগোপনে চলে যায়। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার গভীর রাতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার অষ্টাধর ইউনিয়নের চরশশা এলাকা থেকে তামিমকে গ্রেফতার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নিজের ঘরের আড়া থেকে স্কুলছাত্রী আশামনির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার হাতে লেখা দুটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটে তামিম আহমেদ স্বপন খান (২৫) নামের এক বখাটের নাম উল্লেখ করে মেয়েটি।
মায়ের উদ্দেশে লেখা মেয়েটির একটি চিরকুটে লেখা হয়, বৃহস্পতিবার দিনে ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা তামিম আহমেদ স্বপন তাকে একটি রুমে আটকে রেখে তার সঙ্গে সময় কাটিয়েছে। আরেকটি চিরকুটে বলা হয়, তামিম তার সঙ্গে খারাপ কাজ করেছে।
মেয়েটির পরিবার জানায়, গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর বিকাল সাড়ে ৩টার দিকে বাড়িতে ফেরে আশামণি। এরপর দুপুরের খাবার খেয়ে ঘুমানোর কথা বলে নিজ ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু ঘুম থেকে না ওঠায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মা তাকে ডাকতে গিয়ে দেখেন, ঘরের ভেতরে বিছানার ওপর বাঁশের আড়ার সঙ্গে সে ঝুলছে। মায়ের চিৎকারে লোকজন ছুটে গিয়ে তাকে মেলান্দহ উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
বিডিপ্রতিদিন/কবিরুল