রংপুর নগরীর হারাগাছ মেট্রোপলিটন থানা এলাকায় রাস্তা নিয়ে বিরোধের জেরে আশরাফুল ইসলাম নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত আশরাফুল জুম্মাটারি এলাকার শাহজাহান মিয়ার ছেলে। এসময় আরও ৪ জন আহত হয়েছেন। পুলিশ এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন ইয়াসিন, শরিফুল ইসলাম, নয়ন মিয়া, রাব্বি, শাহিন ইসলাম ও ইব্রাহিম। শুক্রবার রাত ১০ টার দিকে রংপুরের বাহারকাছনায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, নগরীর জুম্মাটারী এলাকার পানির ট্যাংকের সামনের রাস্তা নিয়ে শাহজাহান মিয়া ও তার আপন শ্যালিকা নাসরিনের বিরোধ চলছিল। এরই জের ধরে রাতে শাহজাহান মিয়ার দুই ছেলে আশরাফুল ও সিয়ামের সঙ্গে নাসরিনের জমাতা ইয়াসিনের ঝগড়া হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে লিপ্ত হন। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আশরাফুল (৩০) ও সিয়াম (২০) আহত হলে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হরে হয়। হাসপাতালে আশরাফুলের মৃত্যু হয়। সিয়াম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া আরও ৩ জন আহত হয়েছেন।
হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি রেজাউল করিম জানান, এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান মিয়া বাদি হয়ে হারাগাছ থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা