আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদেরকে আরও গতিশীল করার লক্ষে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এজন্য বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল বিভাগের সাংগঠনিক বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বিভাগীয় ৬ জেলার আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে।
আজ শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই মতবিনিময় সভায় ভোলা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ঝালকাঠি ও বরগুনার জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ অংশ নেন।
আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি'র সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আমির হোসেন আমু, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, আজকের এই সভার মধ্য দিয়ে তৃণমূল আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যাতে করে আগামী সংসদ নির্বাচনে জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে জয়যুক্ত করে। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর দেশে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করছেন তা জনগণের কাছে তুলে ধরতে হবে। যাতে করে আওয়ামী লীগের প্রতি মানুষের আস্থা অবিচল থেকে। ভোলা জেলা পরিষদ মিলনায়ত থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা