টাঙ্গাইলে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীদের মাঝে ২০২১-২০২২ অর্থবছরের এককালীন আর্থিক সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা হল রুমে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। প্রধান অতিথি ৪৮ জনকে ৫০ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
টাঙ্গাইল সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম. সিরাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন।
বিডিপ্রতিদিন/কবিরুল