জয়পুরহাটে সিঁধ কেটে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরেরা ওই দোকান থেকে নগদ টাকাসহ ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের প্রধান সড়ক আমতলী এলাকায় রওজা ফার্মেসি নামের ওই ওষুধের দোকানে এই চুরির ঘটনা ঘটে।
ফার্মেসি মালিক আহসান হাবীব জানান, শুক্রবার রাত ১২টার দিকে দোকান বন্ধ করে চলে যান। আজ সকালে এসে তিনি দেখতে পান দোকান ঘরের দেওয়াল কেটে চোরের দল দোকানে থাকা নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা, ১ লাখ ৫০ হাজার টাকার ওষুধসহ একটি ল্যাপটপ নিয়ে গেছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, এই চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মৌখিক অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পুলিশ এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/ফারজানা