'খাদ্যদ্রবের দাম কমাও, মানুষ বাঁচাও'-এই শ্লোগানকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সোনাতলায় স্থানীয় সোনালী ব্যাংকের সামনে পৌর জাসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাড.মোঃ হাসান আকবর আফজল (হারুন)। এসময় উপস্থিত ছিলেন জাসদ উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর জাসদের সভাপতি আবু তাহের খান, সাধারণ সম্পাদক দস্তগীর আলম ডাল্টন, জাসদ নেতা আবুল কালাম আজাদ, আফজাল হোসেন, শ্রমিক জোট নেতা মো. খাজা মিয়া।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ