নাটোরের বড়াইগ্রামের রাজাপুরে ছয় দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। শুক্রবার রাতে জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে বই মেলার উদ্বোধন করেন।
রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে একুশে গ্রন্থাগারের উদ্যোগে বইমেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি গোপালপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ইউএনও মারিয়াম খাতুন, সহকারি কমিশনার (ভূমি) কাজী নাহিদ ইভা, মুলাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আশরাফুল ইসলাম স্বপন, মেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ব্যাপারী ও একুশে গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বক্তব্য রাখেন।
বইমেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের লেখকদের লেখা বই নিয়ে ৪৮টি স্টল রয়েছে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
বিডি প্রতিদিন/এএম