দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিএনপির নেতারা লিফলেট বিতরণ ও পথসভা করেছেন।
শনিবার সকালে সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নসহ বিভিন্ন হাট-বাজারে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃতে এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সেলিম রেজা, বিএনপি নেতা আমিনুল ইসলাম, সিলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জুয়েল রেনু, ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।
বিএনপি নেতারা সরকারের প্রতি দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার আওতায় আনার দাবি জানান।
কর্মসূচিতে বিএনপির সহযোগী সংগঠনের সকল ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল