ফেনীর দাগনভূঞা পৌরসভার প্রবেশ পথে দীর্ঘ ২ বছর যাবত আবর্জনার স্তূপ রাখায় জন দুর্ভোগ চরমে উঠেছে। ময়লার ভাগাড়ের কারণে চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছেন।
ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল কলেজের পাশেই পৌরসভা ভবন অবস্থিত। পৌরসভার মোট জনসংখ্যা প্রায় ৭৫ হাজার। পৌরসভাটিতে ৯টি ওয়ার্ড রয়েছে।
সরজমিনে দেখা যায়, পৌরসভাটির ভবন ও পৌর চত্বরটি সুন্দরভাবে সাজানো হলেও পৌরসভার প্রবেশ পথে দীর্ঘ স্থানজুড়ে আবর্জনার স্তূপ। আবর্জনার স্তূপের কারণে ইকবাল মেমোরিয়াল কলেজ ও পৌরসভা ভবনে প্রবেশের সময় শিক্ষার্থীসহ জন-সাধারণকে সমস্যা পোহাতে হচ্ছে।
স্থানীয় পথচারীরা নাকে রুমাল দিয়ে চলাচল করছেন। কেউ কেউ আবার হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলছেন। ময়লা-আবর্জনার দুর্গন্ধ বাতাসে মিশে আশপাশের পরিবেশকে দূষিত করছে।
ইকবাল মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী জাহানারা বলেন, কলেজে প্রবেশের পথে ময়লা আবর্জনার দুর্গন্ধে তাদের সমস্যা হয়।
কলেজের শিক্ষার্থী সাকিব হোসেন বলেন, মাঝেমধ্যে কলেজে ক্লাস করার সময়ও তাদের নাকে পঁচা আবর্জনার গন্ধ লাগে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গন্ধের কারণে তারা বাসা-বাড়ি ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছেন না।
এ প্রসঙ্গে পৌরসভার মেয়র ওমর ফারুক বলেন, পৌরসভার পদ্ধতিগত সমস্যা। প্রকল্প দিয়েছে কিন্তু প্রকল্পের সঙ্গে জমি ধরেনি। যে কারণে আমাদের নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করতে হবে। এ মাসের মধ্যেই ময়লার ভাগাড়টি সরিয়ে ফেলবেন জানিয়ে তিনি বলেন, মোটামুটি বিকল্প একটা ব্যবস্থা করছি।
বিডিপ্রতিদিন/কবিরুল