বগুড়া সারিয়াকান্দিতে স্ত্রীর প্রতি অভিমান করে আত্মহত্যা করেছেন সাব্বির হাসান (১৮) নামে একজন গৃহনির্মাণ শ্রমিক। সে উপজেলার পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে।
জানা গেছে, গত ৭ মাস আগে সারিয়াকান্দি সদর ইউনিয়নের চান্দিনা নোয়ারপাড়া গ্রামের সাহিদুল প্রমানিকের মেয়ে বিথী খাতুনের সাথে সাব্বিরের বিয়ে হয়। গত শুক্রবার সাব্বির বিথীকে আনতে তার শশুড় বাড়ি যায়। কিন্তু বিথী সাব্বিরের সাথে তার স্বামীর বাড়ি আসেনি। এরপর ঐদিন সন্ধ্যায় সাব্বির গ্যাস ট্যাবলেট নামক কিটনাশক খায়। এশার নামাজের পর বিষয়টি সে তার মা দিলারা খাতুনকে জানায়। তখন এলাকাবাসীর সহযোগীতায় তাকে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান। এলাকাবাসীর ধারণা স্ত্রীর প্রতি অভিমানে সে আত্মহত্যা করেছে।
সারিয়াকান্দি থানার উপপুলিশ পরিদর্শক তপন কুমার জানান, বগুড়া সদর থানায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। সদর থানা বিষয়টির দেখভাল করবে।
বিডি প্রতিদিন/এএম