কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৩৫ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
পুলিশ জানায়, শনিবার ভোররাতে নাগেশ্বরী উপজেলার পৌর এলাকার পশ্চিম নাগেশ্বরী মৌজায় সাতানীপাড়ায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ী মো. সিরাজুল ইসলাম (৩৮)সহ দুইজনকে গ্রেফতার করা হয়। সিরাজুল পশ্চিম সাতানীপাড়ার মৃত ফারুক আলী ছেলে বলে জানায় পুলিশ।
অপর আসামি ফারুক আহম্মদ নাগেশ্বরী বাসস্ট্যান্ড এলাকার মো. আঃ হামিদের ছেলে। দুজনেই নিজ বসত বাড়িতে নিষিদ্ধ মাদকসহ গ্রেফতার হয়।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার ওসি মো:নবীউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীদের মাদক আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম