সিরাজগঞ্জে ঘুমন্ত মেয়েকে শ্বাসরোধে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মেয়েটির নাম তানসিম খাতুন। বয়স সাত বছর। বাবার নাম মঞ্জুরুল হক রাজিব। তিনি উল্লাপাড়া উপজেলার ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক ও বিনায়েকপুর গ্রামের মো. আব্দুর রশিদ মাস্টারের ছেলে।
পারিবারিক কলহসহ জমি সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছেন।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, রাজিব সম্প্রতি তার চাচার কাছ থেকে জমি কেনেন। কিন্তু জমি দখল না পেয়ে তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। শনিবার সকালে স্ত্রী মেয়েকে ঘুমে রেখে পাশের বাড়ি যায়। ওই সময় বাবা রাজিব মেয়েকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধে হত্যা করেন। এরপর গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে রাজিব নিজে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাবা-মেয়ের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন