কুড়িগ্রামের উলিপুরে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে পৌর শহরের বিজয়মঞ্চে মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি।
এসময় মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রেজওয়ানুল করিম লালনের সভাপতিত্বে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, পৌর মেয়র মামুন সরকার মিঠু, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ গবা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, সমাজসেবক তপন সেন গুপ্ত, মেলা উদযাপন কমিটির সদস্য সচীব জুলফিকার আলী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত কুড়িগ্রামের কৃতি সন্তান এডভোকেট এস.এম আব্রাহাম লিংকনকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। ৭ দিনব্যাপী বইমেলায় ১০টি স্টলে বইমেলা চলবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ