লালমনিরহাটের হাতীবান্ধায় পানিতে ডুবে তামিম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত তামিম গড্ডিমারী এলাকার বাবু মিয়ার ছেলে। সে স্থানীয় শিশু নিকেতনের নার্সারির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, শনিবার দুপুরে তামিম ও আরো দুই শিশু গোসল করতে খালের পানিতে নামে। এ সময় তামিম পানিতে তলিয়ে গেলে অপর শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। তাকে খুঁজে পাওয়া না গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা করে শিশুটিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনির হোসেন বলেন, শিশুটিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম