কুড়িগ্রামে বাল্য বিবাহের হার কমাতে শেখ রাসেল অডিটোরিয়ামে শনিবার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও স্থানীয় সহযোগী সংস্থা আরডিএস বাংলাদেশ এ সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিলুফা সুলতানা, সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান, ফুলবাড়ী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নূরে তাসনিম, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক প্রমুখ।
এ সময় বক্তারা জানান, জেলা প্রশাসনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে গত ৫ বছরে কুড়িগ্রামে ১৫ বছরের নিচে বাল্যবিবাহের হার কমেছে ১১ শতাংশ। অনুষ্ঠানে বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো এবং বাল্যবিবাহ মুক্ত জেলা গঠনে উপস্থিত সকলকে সাথে নিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর