লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পাবর্তীনগরের খিলবাইচা জি. এফ. ইউ. কলেজে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
এসময় তিনি শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোনিবেশ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্নবা জানিয়ে বক্তব্য রাখেন। প্রতিষ্ঠানটিতে জিপিএ-৫ পেয়ে ভর্তিকৃত ১৮জন শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে নগদ টাকা বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি।
কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. সামছুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হামদে রাব্বি, ইউপি চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন ইভেন্ট এর পুরস্কার তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল