রাঙামাটিতে শুরু হয়েছে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা। শনিবার দুপুরে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু-দিবস পালন উপলক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন। রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, ছাত্রলীগের সাবেক সভাপতি আশীষ কুমার নব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাংবাদিক মনসুর আহমেদ।
দুই দিনব্যাপী এ মেলায় গান, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রাঙামাটির বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতিত্ব অর্জনকারীদের আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে বিকাল ৪টায় পুরস্কার বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল