বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে টাঙ্গাইল আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত শিশুরা পেলো নতুন জামা। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের কাঠালবাগানের একটি আশ্রয়ণ প্রকল্পে এসব জামা দেওয়া হয়। নতুন জামা পেয়ে খুশি ও উচ্ছ্বসিত শিশুরা। একই সাথে শিশুদের মিষ্টি মুখ করানো হয়।
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি), খাইরুল ইসলাম ও দ্যাইনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন প্রমুখ।
নতুন জামা পাওয়া শিশুদের অভিভাবকরা বলেন, আমাদের থাকার কোনো জায়গা ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশ্রয় দিয়েছেন। আমাদের ছেলে-মেয়েদের ঠিক মতো কাপড় কিনে দিতে পারি না। তাই বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের সন্তানদের নতুন জামা দেওয়ায় আমরা খুবই আনন্দিত ও খুশি।
শিশু জান্নাতুল বলেন, নতুন জামা পেয়ে আমি অনেক খুশি। অনেকদিন পর আমার নতুন জামা পরতে পারবো। মনে ইচ্ছে এ যেন ঈদের আনন্দ। আমার মতো অনেকেই নতুন জামা পেয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন বলেন, বিভিন্ন বয়সের প্রায় একশত শিশুকে নতুন জামা দেওয়া হয়েছে। নতুন জামা দিতে পেরে একদিকে আমরা খুশি, অপরদিকে শিশুরা খুশি। আমরা বিভিন্ন সময় এখানে বসবাসরত মানুষদের সহযোগিতা করে থাকি। আমাদের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই