গাজীপুরে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি ঢাকা বিভাগের উদ্যোগে সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা শুক্রবার সকালে গাজীপুরের বোর্ডবাজার রাবেতা মাঠে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব হযরত মাওলানা মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।
সভায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর ও ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মুফতি মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহিসহ আলেম-ওলামারা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএ