ময়মনসিংহের ফুলপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে শিশুখাদ্য বিতরণ করা হচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টায় রামভদ্রপুর ও রহিমগঞ্জ ইউনিয়নে ১৪৮ জন শিশুর মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়। খাদ্য হিসেবে চিনি, সাগু, দুধ, পিনাট, গম ও সুজিসহ জনপ্রতি প্রায় ১৫ কেজি করে বিভিন্ন আইটেমের খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, ইউপি চেয়ারম্যান একরাম হোসেন চৌধুরী (পান্না), স্কাউট সদস্য ইকবাল, ইমরান, পিআইও অফিসের স্টাফ শফিকুল ইসলাম প্রমুখ। জানা যায়, পর্যায়ক্রমে সব ইউনিয়নেই এসব খাদ্য পৌঁছানো হবে।
বিডি প্রতিদিন/এএ