সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নাসিক সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের শুমিলপাড়া এলাকার নূরে মদিনা বাদশা মেম্বার দাখিল মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বিএসসি।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রিয়াজ উদ্দিন রেনু, সাংস্কৃতিক বিষয় সম্পাদক হোসেন আলম মেম্বার, ৬নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি ইয়াকুব আলী, আবুল কালাম আবু, ৬নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নেতা মাহবুব রহমান, সাংগঠনিক সম্পাদক খন্দকার মানিক মাষ্টার, খোরশেদ আলম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জোবায়ের আলম হিরা, সাধারণ সম্পাদক প্রকৌশলী আল মামুনুর রশীদ। শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি আক্তার হোসেন, মানিক সরকার প্রমুখ।
এসময় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন অতিথিরা। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এএ