পটুয়াখালীর গলাচিপায় অপহরণের চার মাস পর নবম শ্রেণির স্কুলছাত্রী উদ্ধার ও এর সাথে জড়িত পিয়া রানী সাহা (পাপিয়া) (২৫) এবং হানিফ (২৪) নামের মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতারকৃত পাপিয়া মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি টেকের হাট গ্রামের আনন্দ সাহার মেয়ে ও হানিফ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পূর্বকান্দি গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকার মিরাজীবাগ চৌ-রাস্তার মোড় যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এসময় মানব পাচারকারী পাপিয়া ও হানিফকে গ্রেফতার করা হয়। এছাড়া পাচার চক্রের মূল হোতা পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোন্দা গ্রামের সুলতান মৃধার ছেলে মিঠু (২৮) বর্তমানে মাদক মামলায় জেল হাজতে আছে।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, উদ্ধার হওয়া স্কুলছাত্রীর মা বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ধারা অনুযায়ী গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ওই শিক্ষার্থী গত ১৫ নভেম্বর তার নিজ বাসা থেকে অপহরণ হয়। এ ব্যাপারে তার মা বাদী হয়ে গত ১ ডিসেম্বর গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বিডি প্রতিদিন/এএ