জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে দুই শতাধিক এতিম শিশুর মাঝে খাবার বিতরণ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু।
বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে নগরীর চারটি এতিমখানায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে
বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
আনিসুর রহমান মিঠু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ২শ এতিম শিশুকে নিয়ে কেক কেটেছি। তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করেছি। শিশুদের সামনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরেছি। কিভাবে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন, বঙ্গবন্ধু শিশুদের কেমন ভাবে ভালোবাসতেন এসব জানিয়েছি। এর মাধ্যমে শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা করেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল