রংপুরের পীরগাছা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায়কে বিকৃত যৌনাচার ও বলাৎকারের অভিযোগে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের নির্দেশে তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা স্বপন কুমার রায় (৩০) নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা। শুক্রবার সন্ধায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র।
ওসি জানান, পীরগাছা সদর ইউনিয়নের শুকানপুকুর গ্রামের এক ব্যক্তি এসআই স্বপন কুমারের বিরুদ্ধে বলাৎকার করেছেন বলে অভিযোগ করেছেন। সে ভ্যানচালক। তার বয়স ৫০। তাকে অসুস্থ অবস্থায় ভ্যানে করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছিল। গত সাত দিন আগে ওই পুলিশ কর্মকর্তার দ্বারা তিনি বলাৎকারের শিকার হন। ঘটনা জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক মহলসহ বিভিন্ন মহলে আলোচনার ঝড় ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীর নির্দেশে অভিযুক্ত উপপরিদর্শককে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরে বলৎকারের শিকার ভ্যান চালকের ভাই মামলা করলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়ে শুক্রবার সন্ধ্যায় আদালতের আদেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএ