বাগেরহাটের মোরেলগঞ্জে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুস্পৃষ্ট হয়ে জলিল হাওলাদার (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধা ৭টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের পাশখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জলিল হাওলাদার ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। জলিলের স্ত্রী ও চার সন্তান রয়েছে।
জানা গেছে, ঘটনার সময় জলিল হাওলাদার তার বাড়ি সংলগ্ন লুৎফর রহমানের বোরো ধান ক্ষেতে যায়। ওই সময় সে ইঁদুর মারার জন্য গোটা ক্ষেতজুড়ে খোলা গুনা দিয়ে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে থানার ওসি শাহজাহান আহমেদ বলেন, বৈদ্যুতিক ফাঁদে এক কৃষক নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন