সিলেটের বিশ্বনাথে দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট-ইউকে’র উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকালে দশঘর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওই ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা-উচ্চ বিদ্যালয়ের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ৮৭ জন ছাত্রছাত্রীর মধ্যে বৃত্তি বিতরণ করা হয়।
ট্রাস্টের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. নেছাওর আলীর সভাপতিত্বে কো-অর্ডিনেটর আবদুল কাইয়ূম চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ট্রাস্টি শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের ট্রাস্টি শামছু মিয়া লয়লুছ, যুক্তরাজ্য প্রবাসী লেখক-সাংবাদিক রহমত আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আছাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক মজনু মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন চক কাশিমপুর মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আশরাফ আলী। স্বাগত বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্টের কার্যকরী পরিষদ সদস্য আবদুস সাহিদ হারুন।
বিডি প্রতিদিন/আবু জাফর