গাজীপুরের শ্রীপুরে শবে বরাতের নামাজ পড়তে যাওয়ার সময় শিহাব হোসেন নামে এক ছাত্রলীগ কর্মীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিটি তার বুকে বিদ্ধ হলে গুরুতর আহতাবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
শুক্রবার (১৮ মার্চ) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিহাব হোসেন (২৩) গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মসজিদ মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। শিহাব ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
গুলিবিদ্ধ শিহাবের বাবা নজরুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে বন্ধুদের নিয়ে শবে বরাতের নামাজ পড়তে বাড়ির পাশে মসজিদে যাচ্ছিল শিহাব। এ সময় কয়েকজন যুবক তিন-চারটি মোটরসাইকেল যোগে এসে শিহাবের গতিরোধ করে প্রথমে একটি গুলি ছুড়লে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে কাছ থেকে আরেকটি গুলি ছুড়লে সেটি শিহাবের বাম বুকে বিদ্ধ হয়ে বুকভেদ করে পেছনে আটকে যায়। আহতাবস্থায় শিহাবকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি জানান, শিহাব কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে। তাদের নামও বলেছে। এরাই এর আগে একাধিকবার তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে। পূর্ব বিরোধের জেরেই হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর