স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এমপি বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সারের জন্য কৃষকরা বিক্ষোভ করেছে। বিএনপি সরকার নিরপরাধ ১৭ জন কৃষককে গুলি করে হত্যা করেছে। বর্তমানে দেশ উন্নয়নের পথে এগোচ্ছে। কিন্তু অভূতপূর্ব এ উন্নয়নে বাধা প্রদানের জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে।
তাজুল ইসলাম কুমিল্লায় উপসংঘরাজ দর্শনবারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শনিবার কুমিল্লার লাকসাম চাঁনগাঁও কোয়াঁর ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সদ্য একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ শাসন শোভন ড. জ্ঞানশ্রী মহাথের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল