জয়পুরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে সোমবার সন্ধ্যায় আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে নেতা-কর্মীরা।
জেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক তিতাস মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মাহাফুজর রহমান, জয়পুরহাট সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি লোকমান হোসেন, কালাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনামুল হক, ক্ষেতলাল জাতীয় পার্টির উপজেলা সভাপতি মাহফুজার রহমান, জয়পুরহাট পৌর সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম রানা, ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ সভাপতি তনু মোস্তফা প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল