ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আসাদ উল্যাহ আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক তালুকদার ৪ হাজার ৮৭৩ ভোট পেয়েছেন।
এছাড়া চরমোনাই’র ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. শিহাব উদ্দিন হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। সোমবার ভোট শেষে রাত ৯টার দিকে লালমোহন উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী বেসরকারি ফলাফলের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট সাতজন চেয়ারম্যান প্রার্থী এবং সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে মোট ৬২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬২শতাংশ। উল্লেখ্য, বদরপুর ইউনিয়নের নির্বাচনের তারিখ ছিল গত ১০ফেব্রুয়ারি। কিন্তু সীমানা বিষয়ক জটিলতা নিয়ে আদালতে মামলা হওয়ায় নির্বাচন স্থগিত হয়ে যায়।
বিডি-প্রতিদিন/শফিক