নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জামিনে মুক্ত হয়েছেন। পরে রাত ৮টায় নোয়াখালী কারাগার থেকে মুক্ত হন।
এর আগে সোমবার (২১মার্চ) দুপুরে নোয়াখালী জেলা জজ আদালত তাদের জামিন মঞ্জু করেন।
এর আগে ১ ফেব্রুয়ারি নুরুল আমিন খানের নেতৃত্বে দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে একটি মিছিল বের করে নোয়াখালী জেলা যুবদল। পরদিন ২ ফেব্রুয়ারি বুধবার নুরুল আমিন খানকে পুলিশের কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে গভীর রাতে তার বাসা থেকে গ্রেফতার করে সুধারাম মডেল থানা পুলিশ। অপর দিকে যুবদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমনকে পূজা মণ্ডপ ভাংচুরসহ বিভিন্ন মামলায় চট্টগাম থেকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন