নীলফামারীর ডিমলা উপজেলার প্রবেশদ্বারে বাবুরহাট বাজারে প্রায় ৫০ শতাংশ জমির উপর ‘বিজয় চত্ত্বর’ নির্মাণ করা হয়েছে।
জাতির পিতার ম্যুরালটির মাধ্যমে বর্তমান প্রজন্মের শিশুরা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাস সর্ম্পকে জানতে উৎসাহিত ও অনুপ্রাণিত হবে।
আনুষ্ঠানিক ভাবে ২১ মার্চ বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক বিজয় চত্ত্বরের উদ্বোধন করেন।
এর মধ্য দিয়ে চত্বরটি জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার বলেন, নতুন প্রজন্মের শিশুরা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সর্ম্পকে জানতে পারবে। বাঙালির অর্জিত বিজয় ও সংস্কৃতি সবকিছুই উদযাপন হবে এ নান্দনিক বিজয় চত্বরে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন