কুষ্টিয়ার খোকসার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেত্রাঘাতে চোখ হারাতে বসেছে এক শিক্ষার্থী।
সোমবার সকাল ১০ টায় উপজেলার পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিক মোল্লা ওই প্রধান শিক্ষকের রোষানলে পড়ে আহত হয়। আশিককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়ার একটি চক্ষু হাসপাতালের চিকিৎসকের কাছে পাঠানো হয়। আহত আশিক শিমুলিয়া কালিশংকরপুর গ্রামের কৃষক আব্দুর রহিম মোল্লার ছেলে। তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার।
আশিক জানায়, অ্যাসেম্বলি চলাকালে তারা ৬ জন স্কুলের বারান্দায় পৌছায়। এ সময় বিলম্বের অজুহাতে প্রধান শিক্ষক আরিফুজ্জামান তাদেরকে দাঁড় করায়। কোন প্রশ্ন না করে শিক্ষার্থীদের উপর বেত নিয়ে চড়াও হন। এ সময় প্রধান শিক্ষকের বেতের আঘাত আশিকের চোখে লাগে। আঘাতের ফলে সে প্রায় ২ ঘণ্টা চোখে কিছুই দেখতে পায়নি। তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে কুষ্টিয়ার একজন চোখের ডাক্তার দিয়ে দেখানো হয়।
আহত অন্য ছাত্ররা জানান, অ্যাসেম্বলির সময় উপস্থিত কয়েকশ শিক্ষার্থীর সামনে তাদের মারপিট করা হয়েছে। তারা এ ঘটনার বিচারের দাবি করেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা দুনীতির অভিযোগ করে শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক বলেন, কোন কারণেই শিক্ষার্থীকে লঞ্ছিত করা যাবে না। পাইকপাড়ার স্কুলের ঘটনা তিনি শুনেছেন বলে স্বীকার করেন। এ ব্যাপারে বিস্তারিত জেনে প্রয়োজনে প্রধান শিক্ষকে কারণ দর্শাবেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন