বাগেরহাটের মোরেলগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১০টায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আলী হাসান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন উপজেলা সুপারভাইজার মো. আমিনুল ইসলাম ও মাওলানা আব্দুল হাই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন