নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবার স্মারকলিপি প্রদান করেছে নরসিংদী জেলা বিএনপি।
আজ মঙ্গলবার সকাল ১১টায় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর নেতৃত্বে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম এর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। খায়রুল কবির খোকন স্বাক্ষরিত স্মারকলিপিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে সাধারণ মানুষের নাগালের মধ্যে ফিরিয়ে আনার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূইঁয়া, সহ-সভাপতি কবির আহমেদ, শহর যুবদলের আহবায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমনসহ বিএনপি’র অন্যন্যা নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/ফারজানা