দ্রব্যমূলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম পনির প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, পার্বত্যাঞ্চল মানুষ নানাভাবে পিছিয়ে রয়েছে। এ অঞ্চলে কলকারখানা না থাকার কারণে বেশিরভাগ মানুষ কর্মহীন, দরিদ্র। তার মধ্যে দ্রব্যমূলের দামও লাফিয়ে বাড়ছে। এ কারণে পার্বত্যাঞ্চলের মানুষের ঘরে ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে।
বিএনপি নেতারা স্থানীয় বাজারে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল