ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫২০ গ্রাম গাঁজাসহ ইনু মিয়া (৮২) নামে এক মাদকসেবী বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মামলা দায়ের করে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সরাইল থানার উপপরিদর্শক তারিকুল ইসলাম।
সোমবার দিবাগত রাত ১০টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের নাথপাড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইনু মিয়া নাথপাড়া গ্রামের মৃত সনু মিয়ার ছেলে।
এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, ইনু মিয়া এলাকায় দরবেশ বাবা নামে পরিচিত। সে গাঁজা সেবনের পাশাপাশি দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসাও করে আসছে।
বিডি প্রতিদিন/ফারজানা