বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে শহরের ফৌজদারি মোড় থেকে বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনে, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, শহর বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির কারণে দেশের মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছে। তাই সরকারের উচিত দেশের মানুষের কষ্ট লাঘবে দ্রুত সময়ের মধ্যে দ্রব্যমূল্য কমিয়ে আনা। এ সময় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়ায় শুধু সরকার দলীয় লোক ছাড়া অন্যদের সুযোগ হচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।
পরে বিএনপির নেতৃবৃন্দ জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/ফারজানা