নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিএনপি। মঙ্গলবার সকালে দলটির নেতাকর্মীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিমের হাতে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম মশিয়ুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন, বর্তমান সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান লাকীসহ অন্যান্যরা।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তারা তাদের দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করেন। নেতাকর্মীরা দাম বৃদ্ধি নজিরবিহীন ও অস্বাভাবিক উল্লেখ করে এর সাথে জড়িত সিন্ডিকেট ও গোষ্ঠীকে নির্মূল করে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনার জন্য পদক্ষেপ নেওয়ার দাবীও জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর