ময়মনসিংহে গফরগাঁওয়ে মোটরসাইকেল দিয়ে পথরোধ করে প্রাইভেট কার আরোহীর ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে ডাকাত দলটিকে আদালতে সোপর্দ করা হয়।
সোমবার রাতে কিশোরগঞ্জ ও কটিয়াদি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে। আসামিরা হলো- মাহমুদুল হাসান রায়হান, মিনহাজ আলী, উজ্জল মিয়া, ওয়াহিদ আলী, ও প্রাইভেটকার চালক সেলিম জাহান। পুলিশ প্রাইভেটকারটিও জব্দ করেছে।
পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় আঞ্চলিক মহাসড়কের খুরশিদ মহল ব্রীজ এলাকায় গত রবিবার দুপুরে দুটি মোটরসাইকেলে পাঁচজন ডাকাত একটি প্রাইভেট কারের গতিরোধ করে। খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে প্রাইভেট কারটির ভেতরে থাকা কিশোরগঞ্জ সদরের বাবুল মিয়ার টাকা নিয়ে যায়। বাবুল টাকা নিয়ে পাগলা এলাকা থেকে একটি প্রাইভেটকার কিনতে যাচ্ছিলেন।
বিডি প্রতিদিন/এএম