দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ইসলামের প্রচার ও প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমাম ফাউন্ডেশনের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন।
মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর যৌথ আয়োজনে “ইসলাম প্রচার প্রসারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর অবদান” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন।
শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন স্টেশন রোড জামে মসজিদের খতিব মওলানা ফিরোজ আহমেদ। এর আগে র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও কুরআন খানি অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল ও ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড অফিসার এ.বি.এম.জি কিবরিয়া।
বিডি প্রতিদিন/এএ