মহান স্বাধীনতা দিবসে জাতীয় বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করল মুন্সীগঞ্জের সর্বস্তরের মানুষ। দিবসটির প্রথম প্রহরে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্ভলিত স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।
পরে জেলা প্রশাসক কাজী নাহিদা রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা পরিষদ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আনিছুজ্জামান আনিছ, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন জেলার পিপি আব্দুল মতিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি লাবলু মোল্লা, ভিপি গোলাম মাওলা তপন, অ্যাডভোকেট জানে আলম প্রিন্স, সেতু ইসলাম, ও কামরুজ্জামান মুকুলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন