মহান স্বাধীনতা দিবসে মুন্সীগঞ্জে বিজয় র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা বিএনপি। শনিবার সকালে পৃথক ভাবে এই কর্মসূচি পালন করে দলটির নেতা কর্মিরা। সকাল ১০টার দিকে প্রথমে সদর উপজেলার মুক্তারপুর থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের হয়।
সেটি সদর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় মুক্তারপুরে এসে শেষ। এসময় দলটির দলীয় শ্লোগন দিয়ে বিজয় উৎসবে মেতে উঠে নেতাকর্মীরা। এছাড়াও একই সময় দলের এক আংশ স্বাধীনতা দিবসের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসব কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন দলটির জেলা সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব, শহর এবিএনপি সভাপতি এ কে এম ইরাতদ মানু,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাবেক ভিপি মোঃ শাহীন মিয়া, সাবেক ভিপি কাজী বিপ্লব,জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন, শহর ছাত্রদলের সভাপতি মোঃ রোমানসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙগ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ