শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বছরব্যাপী ‘হৃদয়ে মুক্তিযুদ্ধ’ নামের অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ে। আজ সোমবার সকাল ১১ টায় এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘অত্র বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে অনেক স্মরণীয় ঘটনা রয়েছে যা বলে শেষ করা যাবে না। এসকল ঘটনা উপলব্ধি করতে হবে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকে নিজের মনে লিপিবদ্ধ করতে হবে, তবেই একজন দেশপ্রেমিক হিসেবে নিজেকে জাহির করা যাবে।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, সরকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, পাঁচকুড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাতলুবুল মামুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসউদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডালিম কুমার রায়।
বিডি প্রতিদিন/নাজমুল