উৎসব মুখর পরিবেশে কুড়িগ্রামে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি গ্রহন করে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা প্রশাসক মো. রেজউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জাফর আলী, মেয়র কাজিউল ইসলাম, একুশে পদতে ভুষিত অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন র্যালিতে নেতৃত্ব দেন।
অংশগ্রহন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর, কুড়িগ্রাম সরকারি কলেজ, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, কুড়িগ্রাম প্রেস ক্লাব, শিশু নিকেতন, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, ঐতিহ্য ও প্রচ্ছদ কুড়িগ্রামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বিডি প্রতিদিন/এএ