সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল আগামী শনিবার (১৬ এপ্রিল) স্থানীয় আনিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সাথে আওয়ামী লীগের মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করা হয়। আল-হেরা শপিং সিটির নীচতলায় আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আবদুল আজিজ সুমন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, আনোয়ার খান, আকবর আলী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল জলিল
জালাল, সদস্য ইছহাক আলী মেম্বার, জাবেদ মিয়া, রাজু আহমদ খান, সাইদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বদরুল আলম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, কয়েছ আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ