গাজীপুরের কালিয়াকৈর কালামপুর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় চৈত্র সংক্রান্ত চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র মাসে উপবাস ভিক্ষান্ন ভোজন প্রভৃতি চৈত্র মাস জুড়ে। চৈত্র সংক্রান্ত এই দিনে চড়ক গাছে পুজো দেয়। গাছের মাথায় বাঁশ বেদে একজন লোককে বরশি বিদিয়ে রাখে, অপরদিকে আরেকজন লোক রশি দিয়ে ঘুরতে থাকে বাদ্য ও ঢোল বাজতে থাকে কিছুক্ষণ ঘুরার পরে মেলার আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। মেলায় নারী পুরুষ সকল স্তরের সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়। তবে এই মেলা যুগ যুগ ধরে চলে আসতেছে।
বিডি প্রতিদিন/এএ